বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪
ঢাকা বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১ পৌষ ১৪৩১
The Daily Post

ঝিনাইদহে চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট বিষয়ে মতবিনিময় 

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট বিষয়ে মতবিনিময় 

‘সুস্থ শরীর সুন্দর মন, বাড়বে শিশু গড়বে ভূবণ’ এ স্লোগানে ঝিনাইদহে ‘চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট’ বিষয়ে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের আয়োজনে ইনস্টিটিউট প্রাঙ্গণে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান আলোচক ছিলেন ঢাকা বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. শরীফা শাহজাদী। জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের প্রিন্সিপাল মো. আলী রেজার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. উম্মে রায়হান সিদ্দিকী, ঝিনাইদহ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. আলী হাসান ফরিদ (জামিল), মাগুরা মেডিকেল কলেজের প্রভাষক ডা. শামসুল আরেফীন, শিশুদের ‘চাইল্ডহুড ব্রেন ডেভেলপমেন্ট’ বিষয়ক গবেষণার বিষয়ে ব্যবস্থা ও ডাক্তারদের সম্পৃক্ত করেন জাহান ইন্টারন্যাশনাল মডেল ইনস্টিটিউটের পরিচালক ফিরোজ আনয়ার মাসুমসহ প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারিরা। 

এছাড়াও মানবধিকারকর্মী, সুধীজন, অভিভাবক, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, শিক্ষকমণ্ডলী ও অতিথিরা উপস্থিত ছিলেন।

টিএইচ